তিতাসে প্রকাশ্যে দিনে দুপুরে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীকে হত্যা-০১-আটক ৫

 তিতাসে প্রকাশ্যে দিনে দুপুরে  ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীকে হত্যা-০১-আটক ৫  


কুমিল্লার তিতাস উপজেলায় দাখিল পরীক্ষার্থীর ছুরিকাঘাতে এক কলেজ ছাএ'র  মৃত্যু হয়েছে।

ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেইট। 

এ ঘটনায় জরিত সন্দেহে ৫ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 


নিহত কলেজ শিক্ষার্থী তিতাস উপজেলার চর মোহনপুর গ্রামের হেলাল উদ্দিন  সরকারের ছেলে মো.সিয়াম( ১৯ )।


আটককৃতরা হলো- মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁ গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মুকুল আহম্মেদ (১৭), আওলাদ হোসেনের ছেলে মাসুম বিল্লা(১৮), শফিক মিয়ার ছেলে সায়মুন মিয়া(১৭), জয় মিয়ার ছেলে  শাকিব(১৮) ও নাজির হোসেনের ছেলে জুনায়েদ(১৮)। একই গ্রামের  তাদের সাথে আরো তিন বন্ধু  পালিয়ে গেছে।


তারা সবাই তিতাস উপজেলার গাজীপুর গ্রামের নাছির উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পরীক্ষা দিত।


এলাকাবাসী সুত্রে জানা যায় মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নয়াগাও সিনিয়র আলিম মাদ্রাসার ৮ জন দাখিল পরীক্ষার্থী তিতাসের গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে, তিতাসের চরমোহনপুর গ্রামের সিয়ামের সাথে সংঘর্ষে জরিয়ে পরে একপর্যায় দাখিল পরীক্ষার্থীরা সিয়ামকে এলোপাতাড়ি কিল ঘুশি শেষে  ছুরিকাঘাত করে গুরতর আহত করে।  


ঘটনাস্থলে স্থানীয় লোকজন আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জাকারিয়া পারভেজ চিকিৎসা দেয়ার সময় সিয়ামের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


নিহত সিয়ামের এক বন্ধু বলেন ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কাতর্কি হয়েছে,সে বিষয়ে মিমাংসা করার কথা বলে আজকে সিয়ামকে ডেকে আনে, কারা ডেকে আনে এ বিষয়ে জানতে চাইলে সিয়ামের বন্ধু কিছুই বলতে  পারেনি।


নিহত সিয়ামের পিতা হেলাল সরকার বলেন আমার ছেলে মুন্সিগঞ্জ পলিটেকনিকে প্রথম বর্ষে লেখা পড়া করে। 

মাতা তাহমিনা সবুজ বলেন সামাদ মাষ্টারের মেয়ের সাথে মেঘনার ব্রাহ্মণচর নয়াগাঁয়ের  এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক এবিষয়ে আমার ছেলের সাথে ওই ছেলের ফেসবুকে তর্কাতর্কি হয় এবং আমার ছেলেকে হুমকি দেয়। 

পরে আমার ছেলে সিয়াম তার বাপের সাথে ঘটনাটি শেয়ার করলে সিয়ামের বাবা ওই ছেলেকে বুঝিয়ে দেয় বাবা ঝগড়া করিওনা।


তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস বলেন ঘটনার সাথে জরিত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। 


অন্য বাকী জারা জড়িত আছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।



Post a Comment

0 Comments