নুন সাকিন ও তানভীন পড়ার নিয়ম

প্রশ্ন:- নুন সাকিন কাকে বলে?

উত্তর:- জযমযুক্ত নুনকে সাকিন বলে।

যথা-اَنْ – اِنْ -اُنْ

প্রশ্ন:- তানভীন কাকে বলে?

উত্তর দুই যবর, দুই যের,  দুই পেশকে তানভীন বলে।

যথা:-بً – بٍ – بٌ

প্রশ্ন:-  কয় নিয়মে পড়িতে হয়?

উত্তর:- চার নিয়মে পড়িতে হয়। যেমন:- (১)  (২)  (৩)  (৪) 

প্রশ্ন:- ইযহার অর্থ কি? ইহার হরফ কয়টি ও কি কি?

উত্তর:- ইযহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইযহারের হরফ ৬টি।

যথা-: ء – ه – ع – ح – غ – خ

প্রশ্ন:- ইযহার কখন করিতে হয়?

উত্তর:- নুন সাকিন বা তানভীনের পর ইযহারের ৬টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে, উক্ত নুন সাকিন বা তানভীনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়া।

যথা:- اَنْعمت – عليمٌ خببر

প্রশ্ন:- ইক্বলাব অর্থ কি? ইহার হরফ কয়টি ও কি কি?

উত্তর:- ইক্বলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইক্বলাবের হরফ একটি যথা:- ب

প্রশ্ন:- ইক্বলাব কখন করিতে হয়?

উত্তর:- নুন সাকিন বা তানভীনের পরে ب হরফ টি আসিলে উক্ত নুন সাকিন বা তানভীনকে ছোট মীম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ ও ইখফার সাথে পড়িতে হয়।

যথা:- من بعد – سميع بصير

প্রশ্ন:- ইদগাম অর্থ কি? ইহার হরফ কয়টি ও কি কি?

উত্তর:- ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগামের হরফ ৬টি। যথা:- ي – ر – م – ل – و – ن

প্রশ্ন:- ইদগাম কখন করিতে হয়?

উত্তর:- নুন সাকিন বা তানভীনের পরে ইদগামের ৬টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানভীনকে মিলাইয়া পড়িতে হয়।

যথা:- منْ يفعل – منْ ربك

প্রশ্ন:- ইদগাম কত প্রকার ও কি কি?

উত্তর:- ইদগাম দুই প্রকার- (১) ইদগামে বা-গুন্নাহ (২) ইদগামে বে-গুন্নাহ।

প্রশ্ন:- ইদগামে বা-গুন্নাহ অর্থ কি? ইহার হরফ কয়টি ও কি কি?

ইদগামে বা- গুন্নাহ অর্থ গুন্নার সহিত মিলাইয়া পড়া। ইদাগামে বা- গুন্নার হরফ ৪টি। যথা:- ي – و – م – ن

প্রশ্ন:- ইদগামে বা-গুন্নাহ কখন করিতে হয়?

নুন সাকিন বা তানভীনের পরে ইদগামে বা-গুন্নার ৪টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানভীনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়।

যথা:- منْ يفعل – قومٌ مسرفون

প্রশ্ন:- ইদগামে বে-গুন্নাহ অর্থ কি? ইহার হরফ কয়টি ও কি কি?

উত্তর:- ইদগামে বে-গুন্নাহ অর্থ গুন্নাহ ছাড়া মিলাইয়া পড়া। ইদগামে বে-গুন্নার হরফ ২টি। যথা:- ر – ل

প্রশ্ন:- ইদগামে বে-গুন্নাহ কখন করিতে হয়?

উত্তর:- নুন সাকিন বা তানভীনের পরে ইদগামে বে-গুন্নার ২টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানভীনকে গুন্নাহ ছাড়া মিলাইয়া পড়িতে হয়।

যথা:- رزقاًلكم – منْ ربك

প্রশ্ন:- ইখফা অর্থ কি? ইহার হরফ কয়টি ও কি কি?

উত্তর:- ইখফা অর্থ নাকের বাশিতে আওয়াজকে লুকাইয়া পড়া। ইখফার হরফ ১৫ টি।

যথা:-ت – ث – ج – د – ذ – ز – س – ش – ص – ض – ط – ظ – ف – ق – ك

প্রশ্ন:- ইখফা কখন করিতে হয়?

উত্তর:- নুন সাকিন বা তানভীনের পরে ইখফার ১৫টি হরফ হইতে কোন একটি হরফ আসিলে,

উক্ত নুন সাকিন বা তানভীনকে গুন্নার সহিত নাকের বাশিতে লুকাইয়া পড়িতে হয়।

যথা:- لنْ تفعلو – خيرً كثير




Post a Comment

0 Comments